Poetry

ডিজিটাল সুরক্ষার গান

ডিজিটালের আলোয় ভাসছে আজ পৃথিবী,

তথ্যের স্রোতে মিশেছে মানবজাতি।

তবু এই আলোতে ছায়া ফেলেছে ভয়,
সাইবার দুনিয়ায় শঙ্কা রয়ে রয়।

পাসওয়ার্ড যেন থাকে গোপন সুরে,
অচেনা লিঙ্কে ক্লিক করো না ভুল করে।
ফিশিং-এর ফাঁদে পথ হারায় মন,
সতর্ক থাকলেই কাটবে অন্ধকার তখন।

ডিভাইসগুলো ঢাকো সুরক্ষার বর্মে,

এনক্রিপশনের জালে রাখো সবর্মে।

তথ্যের স্রোতে ভিপিএন হোক পাহারা,

চতুর হ্যাকার হারাক দিশা ও সাহারা।


তথ্য তোমার সোনা, জেনে রাখো মান,

ভুলে গেলে ঝুঁকির সুযোগ পাবে শত্রু বান।

ই-মেইল হোক বা সোশ্যাল মিডিয়ার বাণী,

প্রতিটি পদক্ষেপ হোক জ্ঞানময় পুণ্য দানী।

শত্রুরা গোপনে খোঁজে সুযোগের ঠিকানা,
তোমার সতর্কতাই রাখবে তাদের অজানা।
জানো কৌশল, গড়ো সতর্কের দেয়াল,
নিরাপত্তার যুদ্ধে জিতবে তুমি কাল।

শিক্ষার আলো পৌঁছাক প্রতিটি ঘরে,
সাইবার সচেতনতা থাকুক হৃদয়ের গভীরে।
মিলেমিশে গড়ি শান্তিময় ভুবন,

নিরাপত্তার ছায়ায় ফুটুক মুক্তির গগন।


যুদ্ধ নয়, চাই নিরাপত্তার জয়গান,

ডিজিটালের যুগে হোক সুরক্ষার বিধান।

একসাথে এগোই, হাত রাখি হাতে,

তথ্যের শক্তি জাগুক সবার অন্তরাতে।


- Bikash Saha       

Dt: 24-11-2024    

LinkedInGitHubLinkLinkLink

© 2024 Bikash Saha, All rights reserved.